Wednesday 25 May 2016

তুত্তুরী উবাচ

তুত্তুরী উবাচ ২রা জুন ২০১৬
-    মা, কাল না ‘দুর্গা’য় খুব মজা হয়েছে। নন্দী আর ভৃঙ্গি না ছোট্ট গণেশকে চ্যাংদোলা করে নিয়ে পালিয়ে গেল, হিঃ হিঃ হিঃ। গণেশ চ্যাচাচ্ছিল, “জননী। জননী।” তাই দেখে শিব ও মা দুর্গাকে কোলে তুলে নিল।
-    (বিষম খেয়ে) একি রে বাবা। এ সব কি দেখায়।
-    হাঃ। হাঃ। হাঃ। শোন না। মা দুর্গা বলল, “ একি হচ্ছে মহেশ্বর।” মহাদেব হেসে বলল, “ দেবী। পুত্র যখন শাস্তি পাচ্ছে তখন জননীও নাহয় একটু শাস্তি পাক।” হি হি হি।
-    এতে হাসির কি হল? কি অখাদ্য।
-    কেন মা?
-    কেন আবার? অসুর বিনাশের নাম নেই খালি এ ওকে কোলে নিচ্ছে। হুঃ।
-    অসুর তো মারছেনই মা দুর্গা। এই তো মুড়াসুর, তারপর দ্বারকাসুর, তারপর মদনাসুর বধ হল। এখন এসেছে ভণ্ডাসুর।
-    বাপরে! কত অসুর!
-    হ্যাঁ মা। তবে এ গুলো সব টিকটিকি অসুর। মহিষাসুর আসতে এখনও দেরী আছে।
-    আচ্ছা চুপ করে খাও।
-    হু।মা তুমি যেমন বল না রবিবার হল শ্যাম্পু ডে! তেমনি শুক্রবার কি ডে মা? বেলুন ডে না পেস্ট্রি ডে?
-    যে পড়াশোনা করে না, তার কোন ডেই নয় মা। আগে হলিডে হোম ওয়ার্কটা খতম করে আমায় উদ্ধার কর মা।
-    পড়ি তো। দাদু বলেছে, আমি যখন ক্লাশ ফাইভে উঠে যাব, আমায় দাদাগিরিতে পাঠিয়ে দেবে। ফটাফট করে সব প্রশ্নের জবাব দিয়ে দেব। হ্যাঁ।
-    “ফটাফট করে সব প্রশ্নের জবাব দিয়ে দেব” । কচু, ঘেঁচু। কিছুই তো জানিস না কি বলবি?
-    সব জানি। প্রশ্ন করে দেখ না?
-    বল তো Who is the President of India?
-    ( একটু ভেবে) দশরথ?
-    রামের বাবার নাম জিজ্ঞেস করিনি। বলছি ভারতের রাষ্ট্রপতির নাম কি? জানিস না? ডঃ প্রণব মুখার্জ্জী। আচ্ছা বল তো Who is the Prime Minister of India?
-    (হাত নেড়ে আশ্বস্ত করার ভঙ্গীতে) পড়াশোনা করলে জেনে যাব মা।
-    মানে? তুই ভারতের প্রধানমন্ত্রীর নাম জানিস না?
-    ওঃ। নরেন্দ্র মোদী নাকি!
-    হুম। Who is the Chief Minister of West Bengal?
-    (এক গাল হেসে) এইটা জানি। মমতা বন্দোপাধ্যায়।
#তুত্তুরীউবাচ
Facebook - https://www.facebook.com/amianindita.blogspt.in/


তুত্তুরী উবাচ ২৬শে মে, ২০১৬
- মা, গণেশের পেট কাটলে গণেশ কি বলে চিৎকার করবে?
- গণেশ কোথা থেকে এল? G- দিয়ে তিনটে ওয়ার্ড লিখতে দিয়েছি।
- হ্যাঁ তাই বলছি। গার্ল, গোট লিখেছি। আর একটা মনে পড়ছে না, ভাবছি গণেশ লিখব কি না? ( মুখের দিকে তাকিয়ে থতমত খেয়ে) আচ্ছা লিখব না। (ফিসফিস করে) বাবা G- দিয়ে একটা ওয়ার্ড বলতো।
- (বাবাও ফিসফিস করে) গড।
- না ও গড বানান জানে না। গান লেখ। গান বানান কি?
- (ফিসফিস করে) গান বানান কি গো বাবা? GAN নাকি?
- (ফিসফিস করে) গড লেখ না।
- আরে ও গড বানান জানে না।
- (তেড়েফুঁড়ে) কে বলেছে আমি গড বানান জানি না অ্যাঁ? GOD। আমি DOGকে আনস্ক্র্যাম্বল করে গড করে নিয়েছি।
- বাঃ কি বুদ্ধি রে। সোনা একটা।
- জানো তো মা (উৎফুল্ল হয়ে) আমি না যখন ক্লাসে পড়া পারি না, মিসকে হাসিয়ে দি। মিস হেঁসে কুটোপুটি খায় আর বকে না।
- (সন্দেহের সুরে) সে আবার কি রে?
- হ্যাঁ গো। মিস সেদিন জিজ্ঞেস করছিল, “ where do we get water from?” বইয়ে কি লেখা ছিল ভুলে গেছিলাম, তাই বললাম, “ অ্যাকোয়াগার্ড”। মিস যা হাসল না।
- সর্বনাশ। এত কিছু পড়িয়ে পাঠালাম, কিছুই মনে থাকে না তোর?
- থাকে তো। কিন্তু বলতে গেলেই জানলার বাইরে দুর্গো-দুর্গী এমন নাচন-কোঁদন শুরু করে, হাসতে হাসতে পেট ফেটে যায়। তাই তো ওদের জঙ্গলে ছেড়ে এসেছি, আর দুটো নতুন সিংহ ধরে এনেছি, এদের নাম কি শুনবে? কেলা আর মলা।
#তুত্তুরীউবাচ
http://amianindita.blogspot.in 

তুত্তুরী উবাচ ২৫শে মে, ২০১৬

- মা রবীন্দ্রনাথের দাড়ি তো ছিল, গোঁফ ছিল কি?
- উফঃ। তুই আবার রবীন্দ্রনাথ ঠাকুরের গোঁফ দাড়ি নিয়ে পড়েছিস?
- না। ভাবছি উনি গোঁফ রাখেননি কেন?
- রেখেছিলেন তো।
- রেখেছিলেন? গোঁফ দাড়ি সব?
- হু। এবার নিজের মনে খেল। আমায় পড়তে দে।
- কি পড়ছ? হ্যারি পটার? আচ্ছা মা, মা দুর্গার যদি এক মুখ দাড়ি হয়, তাহলে মা দুর্গা কোন ঠাকুর হবে বল তো?
- জানি না। কি আজগুবি প্রশ্ন রে বাবা।
- আঃ বলই না।
- শিব ঠাকুর নাকি?
- না। প্রজাপতি ব্রহ্মা
#তুত্তুরীউবাচ
#AninditasBlog
Facebook- https://www.facebook.com/amianindita.blogspt.in/

No comments:

Post a Comment